প্রকাশিত: Mon, Jul 24, 2023 12:22 PM
আপডেট: Tue, Apr 29, 2025 10:53 PM

[১]জাতীয়করণের দাবিতে রাজধানীতে শিক্ষকদের কর্মসূচি অব্যাহত

মাজহারুল মিচেল: [২] বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে টানা তের দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)। এ আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে আজ সোমবার থেকে নতুন করে যোগ দিচ্ছে বাংলাদেশ শিক্ষক সমিতি। 

[৩] কর্মসূচিতে বাংলাদেশ শিক্ষক সমিতির প্রধান সমন্বয়কারী ও সাধারণ সম্পাদক কাওছার আহমেদ জানান, আন্দোলনের ১৩ দিন পার হলেও এখনো কোনো সুরাহার ইঙ্গিত পায়নি তারা। ফলে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন আন্দোলনকারীরা। বৃহস্পতিবার (২০ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।

[৪] কাওছার আহমেদ বলেন, রোববার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অনুপস্থিত থাকায় ৩৪ জন শিক্ষককে যে শোকজ করেছে তার সাথে এ আন্দোলনের কোন সম্পর্ক নেই। যতক্ষণ পর্যন্ত দাবি না পূরণ হবে ততক্ষণ পর্যন্ত তারা কর্মসূচি পালন করবেন। 

[৫] তিনি বলেন, মাউশি মাকে মেরে ঝিকে বুঝাতে চায়। আন্দোলনকে কেন্দ্র করে যদি একজন শিক্ষককে শোকজ করা হয় তাহলে আরও কঠোরতর আন্দোলনে যাবেন বলে জানান তিনি ।

[৬] তিনি আরও বলেন, আমরা একটি সঙ্গত ও যুক্তিযুক্ত বিষয় নিয়ে আন্দোলন করছি। শিক্ষকরা জাতির মেরুদণ্ড। সুতরাং তাদের দাবি দাওয়া মেনে নিতেই হবে। 

[৭] কাওছার আহমেদ বলেন, আজ শিক্ষকরা তাদের যৌক্তিক দাবির বিপরীতে পুলিশের লাঠিপেটা খাচ্ছে। দিনের পর দিন স্কুলে তালা ঝুলিয়ে আন্দোলন সংগ্রাম করতে হচ্ছে। আমরা চাই অবিলম্বে এ সমস্যার সমাধান করা হোক। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া